ফুটপাত-সড়ক দখল করলে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র ডা. শাহাদাত

১০

চট্টগ্রাম নগরীতে ফুটপাত ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে দোকান করা যাবে না—এমন হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন ও মোড় এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।
পরিদর্শনের সময় মেয়র নিজে দাঁড়িয়ে থেকে সড়ক ও ফুটপাত দখল করে রাখা ভ্যানগাড়ির দোকানগুলো সরিয়ে দেন। এ সময় তিনি দোকানিদের সতর্ক করে বলেন, “আগামিতে কেউ যদি একইভাবে ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা চালায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মেয়র আরও বলেন, “সড়ক ও নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মিড আইল্যান্ডের লোহার বেষ্টনি, লাইটসহ সব স্থাপনা রক্ষা এবং ব্যবস্থাপনার দায়িত্ব প্রকল্প সংশ্লিষ্টদের থাকবে। পাশাপাশি ফুটপাত সাধারণ মানুষের হাঁটাচলার জন্য উন্মুক্ত রাখাও তাদের দায়িত্বের মধ্যে পড়বে।”
সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নগরের সড়কগুলোর পাশে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.