পুরো ৯ তলার সব ফ্লোরে ছড়িয়ে পড়েছে আগুন, যে কোনো সময় ভবনটি গলে দেবে যাবার আশঙ্কা

৫০

চট্টগ্রাম ইপিজেডের ৫ নাম্বার সড়কে এ্যাডাম ক্যাপ নামে সার্জিক্যাল গাউন সহ মেডিকেল সরঞ্জাম তৈরী কারখানার ৭ তলায় লাগা আগুন এখন পুরো ৯ তলা ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় ভবনটি গলে দেবে যাবার আশঙ্কা করছেন সংম্লিষ্ঠরা। ভয়াবহ আগুন রাত সাড়ে ৯টার সময়ও পুরো ভবন জুড়ে জলছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় লাগা আগুন রাত ১০টায়ও নিয়ন্ত্রণ করা যায়নি । রাত যতো বাড়ছে আগুনের তীব্রতা বাড়তে দেখাগেছে এবং আগুন ৭/ ৮ তলা থেকে নীচের সব ফ্লোরে ছড়িয়ে পড়েছে । এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নেভাতে তাদের সাথে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, র‌্যাব ও পুলিশ । ইউএসএ বেইজড এ কারখানায় ৭০০ শ্রমিক কাজ করতেন। ৭তলায় আগুন লাগার সাথে সাথে তারা নিরাপদে বেরিয়ে পড়েছেন বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। ভবনটি এস এস স্টীল স্ট্রাকচার দিয়ে তৈরী হওয়ায় আগুন নীচের ফ্লোর গুলোতে ছড়িয়ে পড়েছে । সে সাথে ধার্যপদার্থ থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা রাতে ভবনের কাছে যেতে ভয় পাচ্ছে। তাদেরকে নিরাপদ দূরত্বে থেকে আগুন নিভাতে নির্দেশ দেয়া হয়েছে, একই সাথে পাশ্ববর্তী অন্য কোন ভবনে আগুন ছড়াতে না পারে সে লক্ষে পানি ঢালছে ফায়ার কর্মীরা।
এ পরিস্থিতেিত পুরো ৯তলা ভবনটি ভয়াবহ আগুনের তাপে গলে নিচে দেবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভবনের ৭ তলায় আগুন লাগায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে হিমসিম খেতে হয়। বিশেষ করে ধার্যপদার্থ থাকায় এবং পানির সংকট থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে শুরু থেকে। রাতে আগুনের তীব্রতা এতো বেশি বেড়েযায়, ফলে ভবনের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.