চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯২৭, মৃত্যু ১১
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২৭ জনের দেহে।
রোববার (১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২৭ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫৩২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে আবারো আক্রান্তের শীর্ষে উঠে এসেছে হাটহাজারী উপজেলা। এদিন এখানে আক্রান্তের সংখ্যা হাটহাজারীতে ১০৩। যা সাম্প্রতিক কালের মধ্যে সর্বোচ্চ। এর পরে আছে রাউজানে ৬৪, পটিয়ায় ৪৯, চন্দনাইশে ৪৫, সাতকানিয়ায় ৩০, সন্দ্বীপে ২৪, ফটিকছড়িতে ২২, বোয়ালখালীতে ১৭, মিরসরাইয়ে ১০, বাঁশখালীতে ১০, সীতাকুণ্ডে ৯, লোহাগাড়ায় ৮, রাঙ্গুনিয়ায় ৩ ও আনোয়ারায় ১ জন শনাক্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২ হাজার ৮৮ জন। বাকি ২০ হাজার ৭৯৮ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ছয়জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৯০ জন।
এর আগে ৩১ জুলাই চট্টগ্রামে এক হাজার ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.