বিচারপতি মো. বজলুর রহমান এর সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বজলুর রহমান এর সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক মতবিনিময় সভা সমিতির সভাপতি আবদুস সাত্তার এর সভাপতিত্বে আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে বিচারপতি মোঃ বজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রামে বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক দেখে আমি সত্যি অভিভূত। বিচারক ও বিজ্ঞ আইনজীবীদের মধ্যে যে আন্তরিক ও বিচারিক সুলভ সুসম্পর্ক বজায় রয়েছে তা পারষ্পরিক সম্মানের মাধ্যমে অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে উক্তরূপ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদালত এলাকায় বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন কাঠামোগত সুযোগ সুবিধার বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে মর্মে মন্তব্য করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন, মহানগর দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কাজী মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ তালুকদার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী। মতবিনিময় সভায় চট্টগ্রামে কর্মরত সকল বিজ্ঞ বিচারকবৃন্দ এবং কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, সাজ্জাদ কামরুল হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.