বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে — ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
“বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের একটি সনদ নির্ভর ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যায়। এই ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে তিনি মানুষ হচ্ছেন কিনা, তার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই, নেই সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো হিসাবও।”
রবিবার (১০ আগস্ট) চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএু৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছিলেন আগ্রাসনবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি তাঁর সহপাঠীদের নামাজের দিকে আহ্বান করতেন, প্রতিবাদ করতেন অন্যায়ের বিরুদ্ধে। সে কারণেই তাঁর সহপাঠীরাই তাঁকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। যারা তাঁকে হত্যা করেছে, তারাও নিশ্চয়ই সমান মেধাবী ছিল, কিন্তু তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল — তা হলো মানবতা। তাই আমাদের আগে মানুষ হতে হবে।”
তিনি বলেন, “ডাক্তার হও, তবে এমন ডাক্তার হইয়ো না, যে চেয়ে চেয়ে রোগী মারা যাচ্ছে দেখবে — কিন্তু পেমেন্ট না দেওয়া পর্যন্ত চিকিৎসা করবে না। প্রকৌশলী হইয়ো, তবে এমন প্রকৌশলী হইয়ো না, যে নিজের জ্ঞান দিয়ে রাষ্ট্রের অর্থ লোপাট করে নিজের পকেট ভারী করে। এমন ব্যবসায়ী হইয়ো না, যে ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে অবস্থানধারী বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংককে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলে। ব্যবসায়ী হইয়ো এমন, যে পুরো সমাজকে আলোকিত করতে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”
সর্বোপরি, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের মানবিক শিক্ষক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “পরিমলের মতো শিক্ষক হইয়ো না, যে নিজের ছাত্রীর সম্ভ্রমহানি করে। অনুসরণ করো মাইলস্টোন কলেজের সেই সম্মানিত শিক্ষিকা মেহরিন ম্যাডামকে — যিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাঁর সন্তানতুল্য শিক্ষার্থীদের আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একে এম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির, ইউরোপিয়ান কমিশনের এশিয়া সেন্ট্রালাইজড সাপোর্ট ফর ইরাজমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টের রিজিওনাল ম্যানেজার ড. মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মো. নজরুল ইসলাম।
এসময় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ অনুভূতি ব্যক্ত করেন।
সবশেষে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.