এবার মোহরা হবে জলাবদ্ধতামুক্ত এলাকা : মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগরের ৫নং মোহরা ওয়ার্ডকে জলাবদ্ধতামুক্ত আলোকিত এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ৫ নম্বর মোহরা ওয়ার্ডের এল খান সড়ক, ওয়াসা রোড, দেওয়ান মহসিন রোড, হাবিবুল্লাহ চৌধুরী সড়ক এবং উত্তর মোহরা সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন।
এসময় মেয়র পরিদর্শনকালে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলি শোনেন এবং আশ্বস্ত করেন যে, অতি দ্রুত এই এলাকার সংস্কার কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমানে উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণ এবং সড়ক সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করছে। মোহরা ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা সমস্যাটি বেশ কিছুদিন ধরে স্থানীয়দের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জোয়ারের পানির কারণে এই এলাকার বিভিন্ন সড়ক প্রায়ই তলিয়ে যায় এবং সড়কগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই যে, আমাদের পরিকল্পনা রয়েছে এই এলাকার সবগুলো সড়ক এবং জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান করার জন্য।
“এখানে যে সমস্ত সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানে জলাবদ্ধতা হচ্ছে, সেখানে দ্রুত সংস্কার কাজ শুরু হবে। আমরা ভারী বৃষ্টির পরবর্তী সময়ে এই সমস্যাগুলি পুরোপুরি সমাধান করার জন্য আমাদের প্রকৌশল দলকে নির্দেশ দিয়েছি। এর পাশাপাশি, মোহরা ৫ নম্বর ওয়ার্ডে আলোকায়ন কর্মসূচি শুরু হবে যাতে এখানে বসবাসরত জনগণ নিরাপদ এবং সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারে। শহরের সব জায়গাকে উন্নত করতে আমাদের এই উদ্যোগগুলো অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদগাও থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আজম, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন, মোহরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, চাঁদগাও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরী, এবং মহানগর যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.