শীতল ঝর্ণাখালের উপর ঝুঁকিপূর্ণ কালভার্ট সংস্কারের নির্দেশ মেয়রের

১৪

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় সেই শীতল ঝর্ণা খালের উপর আরো একটি কালভার্ট ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে তাৎক্ষণিক পরিদর্শন করে চসিকের প্রকৌশল বিভাগকে সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে স্থানীয়রা জানান, শীতল ঝর্ণায় গত বৃহস্পতিবার যে ব্রিজ ভেঙেছে সেই শীতল ঝর্ণার উপরে আরো একটি ব্রীজে বড় আকারের ফাটল দেখা যাচ্ছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সংলগ্ন সড়কের উপর আরেকটি ব্রিজের দুই পাশে ইতিমধ্যে দেবে গিয়েছে। এছাড়া সেই অংশটি দাবার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি সরে গিয়েছে।
এ প্রেক্ষাপটে মেয়র উক্ত স্থান পরিদর্শন করে চসিকের প্রধান প্রকৌশলীকে এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলগত সমাধান এবং ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার শীতল ঝরনাখালের ওপর অবস্থিত পুরনো সেতুটি ধসে পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটি ৬০ ফুট প্রস্তের পুননির্মাণের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ, আপেল ও স্থানীয় নেতৃবৃন্দ।
ক্যাপশন
শীতলঝর্ণাখালের উপর ঝুকিপূর্ণ কালভার্ট পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.