করোনায় চট্টগ্রামে মৃত্যু ও আক্রান্তে সব রেকর্ড ছাড়ালো

একদিনে ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১০ জন

২,২৯০

মৃত্যু ও আক্রান্তে আগের সব রেকর্ড ছাড়িয়ে চট্টগ্রামে করোনায় একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৩১০জন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু সংখ্যা ৯১৫জন। আর মোট আক্রান্ত ৭৭৫২১জন। শনাক্তের হার প্রায় ৩৮.৬৫ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারের ১০টি ল্যাবে তিন হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩১০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে নগরের ৮৩৩ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭৭ জন রয়েছেন।

এদিন উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে উপরের অবস্থানে উঠে আসে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও বোয়ালখালি। এই দুই উপজেলায় শনাক্ত যথাক্রমে ৬৭ ও ৬৫জন। এর পরে আছে হাটহাজারী ৫৯ জন, পটিয়া ৫৭জন, রাউজান ৫৪ জন, রাঙ্গুনিয়া ৪৪ জন, ফটিকছড়ি ৩০ জন, সীতাকুণ্ড ও সন্দ্বীপ ২৩ জন করে, বাঁশখালী ২১ জন, সাতকানিয়া ১৮ জন, মিরসরাই ১২ জন, লোহাগাড়া ও চন্দনাইশ ২ জন করে রয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৮ হাজার ৩২৩ জন। আর বিভিন্ন উপজেলার ১৯ হাজার ১৯৮ জন রয়েছেন।

রবিবার মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১১জন বিভিন্ন উপজেলার, ৭ জন নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯১৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৫৫৪ জন নগরীর, আর বিভিন্ন উপজেলার ৩৬১ জন।

এর আগের দিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১২ জন। আর আক্রান্ত হয়েছিলেন ৮৪৮ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.