ভাটিয়ারী লেকে মাছ ধরতে গিয়ে মৃত্যু

৩২৭

বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লেকের পানিতে ডুবে আবুল কাশেম (৪৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্তশক (তদন্ত) সুমন বণিক।

জানা যায়, আবুল কাশেমসহ চারজন উপজেলার ভাটিয়ারি বিএমএ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টিকেট কেটে সানসেট পয়েন্টে বড়শি নিয়ে মাছ শিকারে যান। সকাল পৌনে ১০টায় আবুল কাশেমের বড়শি টি মাছের টানে ২৫ ফিট দূরে চলে যায়। পরে তিনি বড়শি উদ্ধারের জন্য লেকে নামেন। কিন্তু সেখানে নেমে তিনি তলিয়ে যান।

এসময় তার সাথে থাকা রবিউল আলম ও মনিরুল আলম ও মো. ফিরোজ মোবাইল ফোনে বিএমএ কর্তৃপক্ষকে এ ঘটনা জানান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ১১ টার দিকে লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, গতকাল কুমিরা ঘাটে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক জোয়ারের পানিতে পড়ে নিখোঁজ হন, পরে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে পরপর দুই দিনে কুমিরা ও ভাটিয়ারীতে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু হল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.