আনোয়ারায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে রশিদা বেগম (৪৫) নামে এক নারী খুন হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন ওরফে মানিক একই এলাকার ফরিদের ছেলে।

নিহতের মেয়ে হাফসা আক্তার বলেন, দুই বছর আগে হেলাল উদ্দিনের সাথে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে আমি বাবার বাড়ি চলে আসি। অভাবের কারনে আমি আনেয়ারায় একটি পোশাক কারখানায় চাকরি নেই। এরই মধ্যে জুয়া ও মাদকাসক্ত স্বামীর তিন লাখ টাকা ঋণ পরিশোধ করতে আমার বেতনের টাকার জন্য চাপ সৃষ্টি করে।

তিনি বলেন, আজকে (রোববার) ভোর সাড়ে ৫ টায় আমার স্বামী আমার বাবার বাড়ি এসে আমার ভাই ও আমাকে হামলা করলে আমরা দৌড়ে পালিয়ে যায়। পরে আমার মা রশিদা খাতুনকে সামনে পেয়ে একটি গাছ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে আমার মা মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী বলেন, ‘মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন হওয়ার খবর পেয়েছি, তবে এলাকায় না থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. তৈয়ব জানান, খুনের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক হেলাল উদ্দিন পালতক রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.