বোয়ালখালীতে পোশাক কারখানায় আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট

চট্টগ্রামের বোয়ালখালীতে ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাদামতল এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, অ্যাবালন ফ্যাশন লিমিটেডে মূলত; জ্যাকেট প্রস্তুত করা হয়ে থাকে। শনিবার বিকেলে চারতলা ভবনের চতুর্থ তলার ইউনিটে আগুন লাগে । আগুন লাগার পরপরই সেখানে থাকা সকল কর্মীরা দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন।  সেখান থেকে বের হওয়া ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে আছে। তবে আগুন মোটামুটি ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণে আছে। আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, উপজেলার কালুরঘাট সেতুর পাশে ৯নং ওয়ার্ডে পাঁচতলা কারখানাটির সবার উপরের তলায় আগুন লাগার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের সাথে পুলিশও ঘটনাস্থলে আছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.