ভাষা শহিদদের স্মরণ করলো চট্টগ্রামের সর্বস্তরের মানুষ
বাংলা ভাষা রক্ষায় অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পুষ্পস্তবন অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর মধ্য দিয়ে চার বছর পর ফের চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হলো। সংস্কার কাজের জন্য ২০২১ সাল থেকে এ শহিদ মিনারে সবধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। ২০২৩ সালে কাজ শেষ হলেও নির্মাণ নিয়ে সংস্কৃতিকর্মীদের আপত্তির কারণে শহিদ মিনারের ফটক বন্ধ ছিল।
এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানম, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান নগর বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১১টা থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে থাকে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.