রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মাওয়া ওই পাড়ার হাজী আবদুল মজিদের বাড়ির সালাহ উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, খেলতে বের হয়ে শিশু জান্নাতুল মাওয়া পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা পরে পুকুরে থেকে তার নিথর দেহ উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী জালাল উদ্দীন রুমি বলেন, পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় জান্নাতুল মাওয়া। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পুকুরে পাওয়া যায়। এর পর উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.