বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখাললীতে মো. কাসিম উল্লাহ ওরফে রাকিব (২১) নামে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৮ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাসিম উল্লাহ বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা মো. ইউনুছের ছেলে।

র‍্যাব জানায়, কাসিম উল্লাহর বিরুদ্ধে গত শনিবার (১৭ জানুয়ারি) বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে তৎপর হয় চট্টগ্রাম র‍্যাব। একপর্যায়ে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কাসিম উল্লাহ তার নাম-ঠিকানা জানায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে বাশঁখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.