সিআরবিতে জনগণের বিপক্ষে সরকার কোন কাজ করবে না: হাছান মাহমুদের ঘোষণা

২,৬৬০

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, সিআরবি চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও নান্দনিক জায়গা। এখানে সরকার জনগণের বিপক্ষে কোন কাজ করবে না। আর জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বলিষ্ঠ পদক্ষেপ রাখার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পদকে ভূষিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রীর হাত দি‌য়ে প‌রি‌বেশ ধংস হয় এমন কোন কাজ হ‌বে না বলেও চট্টগ্রামের মানুষকে আশ্বস্থ করেন তিনি। চট্টগ্রা‌মের ফুসফুস খ্যাত রেলওয়ের সিআর‌বি‌ এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মা‌ণ এবং এ নিয়ে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের বিরোধীতা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্য শুনুন ভিডিওতে …

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
এ সময় মন্ত্রী গত সাড়ে ১২ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে একটি মানবিক রাস্ট্র গঠনের লক্ষ্যে সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.