রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮) এবং মেয়ে রুবি দে (৭) এবং সিএনজি অটোরিকশা চালক মো. তারেক (৩০) গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত কিরণ দে চাঁদগাও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তবে তিনি পরিবার নিয়ে পটিয়ার ধলইঘাট এলাকায় থাকতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নিহত কিরণ দে রাঙামাটিতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সিএনজি টেক্সি যোগে ফেরার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের কাছ এলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ড্রাইভারসহ চার যাত্রী গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিরণ দে’কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম ম্যাডিকেলে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ ড্রাইভার পালিয়ে যায়। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.