কর্ণফুলীতে ৩৮ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের কর্ণফুলীতে ৩৮ টি চোরাই মোবাইলসহ ইমাম হোসেন আতিক (২৬) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার শিকলবাহা জামালপাড়া ও পুরাতন ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইমাম হোসেন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান আলী শাহ্ মাজার এলাকার নুর হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেন আতিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মোবাইল ফোন ছিনতাই চক্রের সদস্য। এই চক্রের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ছিনতাই ও কেনাবেচার সঙ্গে জড়িত।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, মোবাইল চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে আমাদের কাছে হস্তান্ত করে ডিবি পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.