চালিতাতলীতে আবারো গুলির ঘটনা, অটোরিকশা চালক আহত — নগরজুড়ে আতঙ্ক

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আলোচিত চালিতাতলী এলাকায় আবারো গুলির ঘটনা ঘটেছে। এতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইদ্রিস আলী নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সূত্রে জানা গেছে, বিকেলে চালিতাতলী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় একই এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নিহত হন। গুলিবিদ্ধ হন প্রার্থী এরশাদ উল্লাহ ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতা শান্তু।

একই এলাকায় একের পর এক গুলি ও হতাহতের ঘটনায় পুরো নগরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.