ইয়ংওয়ান–সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ পূর্ণাঙ্গ বৃত্তি পেল ৬ শিক্ষার্থী

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর অটাম ২০২৫ সেমিস্টারের ছয়জন মেধাবী শিক্ষার্থীকে “ইয়ংওয়ান–সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এন্ড প্লেসমেন্টস প্রোগ্রাম” এর আওতায় স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন।

রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্কলারশিপপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন ইয়ংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব কিহাক সুং।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিআইইউ’র সহকারী রেজিস্ট্রার রুমা দাশ এবং স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল শাহজাহান। “ইয়ংওয়ান–সিআইইউ পার্টনারশিপঃ অ্যা ফরোয়ার্ড লুকিং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন ইন বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মাহমুদুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মঞ্জুর কাদের এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পারভীন মাহমুদ এফসিএ, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ফ্যাকাল্টি সদস্য, রেজিস্ট্রার, কর্মকর্তা এবং ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখযোগ্য দিক

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়ংওয়ান কর্পোরেশন ও সিআইইউর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিষ্ঠানটি সিআইইউ শিক্ষার্থীদের জন্য বছরে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার স্কলারশিপ ফান্ড ঘোষণা করে। এরই অংশ হিসেবে অটাম ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বিশেষ মূল্যায়নের ভিত্তিতে ছয়জন শিক্ষার্থীকে এই পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রদান করা হয়।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ব্যাচেলর ডিগ্রির পুরো সময় শতভাগ টিউশন ফি মওকুফের সুবিধায় অধ্যয়ন করতে পারবে। নির্ধারিত সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে তারা ইয়ংওয়ান কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাবে, সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্নের পর প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগও নিশ্চিত করা হবে। পাশাপাশি থাকছে মেন্টরশিপ সুবিধা এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগে সহযোগিতা।

এর আগে সামার ২০২৫ সেমিস্টারেও ছয়জন শিক্ষার্থীকে একই স্কলারশিপ প্রদান করা হয়। প্রোগ্রামটি প্রতি সেমিস্টারে নিয়মিতভাবে চালু থাকবে বলে জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.