চরকানাই উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের মিলন-মেলা অনুষ্ঠিত
‘বন্ধুত্বের বন্দন, এসো মিলি প্রাণের টানে’-এই প্রতিপাদ্যে পটিয়ার গৌরবদীপ্ত বিদ্যাপীঠ চরকানাই বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯০ ব্যাচের শিক্ষার্থীদের মিলন-মেলা অনুষ্ঠিত হয়ে গেলো। সোমবার (১৬ ডিসেম্বর) নগরীর সিআরবি শিরিষ তলায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এদিন হয়ে উঠেছিল অতীতের সুখময় দিনের গল্পের সাক্ষী। এতে গল্প, আড্ডা, গান, কবিতা আর মধ্যাহ্ন ভোজে ভাগাভাগি করে খাওয়ার আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৬ঘন্টা স্কুল জীবনের স্মৃতিময় অতীতে ডুবে থেকে কখন যে ছুটির ঘন্টা বেজে ওঠে কেউ যেন টেরই পায়নি। যেন স্মৃতি ও প্রাণের টানে সবাই উপস্থিত হয়েছিলেন তারা।
আয়োজিত মিলন মেলা অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, জীবন চলার বাঁকে বাঁকে অনেকের সাথে দেখা হবে, দেখা হয়। তার মধ্য থেকে অনেকের সাথেই হয় নিবিড় সম্পর্ক, গড়ে ওঠে বন্ধুত্ব। স্বার্থের পরাকাষ্ঠে টিকতে না পেরে ভেঙ্গেও যায় কিছু সম্পর্ক, কিন্তু বাল্য জীবনের বন্ধুত্বে এমন নির্মলতা যা আমাদের বিদ্যালয় জীবনে গড়ে ওঠে তা যেন কখনোই ভেঙ্গে যেতে পারেনা। জীবন ও জীবিকার তাগিদের আমরা হয়তো পরস্পরের সাথে যোগাযোগ রাখতে পারিনা বটে, মনের দিক থেকে আমরা যেন আজীবনের কাছাকাছি আছি।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডা. এম. এ রহিম, মো. মালেক, নাজিম উদ্দিন, মো. সাদেক, আশীষ বড়ুয়া, মো. মনসুর, তাহেরা বেগম, মো. মুসলিম, আনোয়ারা (বেবী), মো. ইব্রাহিম, সবিতা বড়ুয়া, মো. মান্নান, সেতু বড়ুয়া, নবারুণ বড়ুয়া, শামসুন্নাহার, নুরুল ইসলাম, শাহজাহান, ইলিয়াছ, তৈয়বা, জাহাঙ্গীর, রিনা, দিদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.