চুয়েটে প্রথমবারের মতো ‘নারী প্রকৌশলী দিবস’ উদযাপিত

২৯৬

প্রথমবারের মতো নারী প্রকৌশলী দিবস-২০২১ উদযাপিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। এ উপলক্ষ্যে রবিবার (২৭জুন) সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত ওয়েবিনারের মূল বক্তব্য ছিল ‘ইঞ্জিনিয়ারিং হিরোস’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. আয়শা আখতার।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশি মহিলা প্রকৌশলীদের পেশাদার প্ল্যাটফর্ম ‘ওয়েপনেট’। অনুষ্ঠানে ওয়েপনেটের পক্ষে বক্তব্য রাখেন ফেডারেল গভর্নমেন্ট অব কানাডার টেকনিকাল অ্যাডভাইজর ফারজানা মওলা।

এতে বাংলাদেশে কর্মক্ষেত্রের পরিবেশ ওয়েপনেট-এর অধ্যাপক ড. নাজমুন নাহার এবং কর্মক্ষেত্রে অভিযোজন বিষয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন ওয়েপনেটের সদস্য মেনার্ড গ্রুপ বাংলাদেশের প্রতিনিধি জনাব ফাহিমা শাহাদাত। এছাড়া চুয়েটের বিভিন্ন সংগঠনে সাফল্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থী অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। সবশেষে চুয়েটের নারী শিক্ষার্থীদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রকৌশলে নারীর অবদান ও সাফল্য সম্পর্কে সচেতনতা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ২০১৭ থেকে প্রতিবছর ২৩ জুন বিশ্ব নারী প্রকৌশলী দিবস পালিত হচ্ছে। ১৯১৯ সনের ২৩ জুন একদল প্রতিভাবান নারীর উদ্যোগে ওমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি গঠিত হয়। যার ৯৫তম বার্ষিকী উদযাপনের উপলক্ষ্যে ২০১৪ সনের ২৩ জুন প্রথমবারের মত ‘বিশ্ব নারী প্রকৌশলী দিবস’ চালু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.