চবি’র সকল পরীক্ষা স্থগিত

১৮,৩৩২

কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির কারণে ২৭ জুন থেকে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চবি’র উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ছাড়াও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রক্টর ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুন ২০২১ থেকে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

সভায় দূরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার জন্য রবিবার (২৭ জুন) দুপুর ১২ টায় চবি প্রক্টরের তত্ত্বাবধানে অনুর্ধ ৪ টি বাস শিক্ষার্থীদের নিয়ে চবি ক্যাম্পাস হতে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.