চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম। তিনি বলেন, ‘সংগঠনের গতিশীলতা আনতে ও নতুনদের হাতে নেতৃত্ব তুলে দিতে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০২২ সালে ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। অবশেষে ৫ বছর এই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়।

সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রণহীন চবি ছাত্রলীগ অতীতের চেয়ে বেশি বেপরোয়া হয়ে ওঠে। এমন কি গত এক সপ্তাহে ৬ বার নিজদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে তারা। এছাড়া সাংবাদিক নির্যাতন, সংঘর্ষ, হত্যা, দলাদলি, গ্রুপিংসহ নানা কারণে এবং প্রশাসনের পক্ষপাতিত্ব আচরণের জের হিসেবে এই ছাত্রলীগ গ্রুপ-উপগ্রুপে বিভক্ত হয়ে অছাত্রদের সমন্বয়ে ক্যাম্পাসজুড়ে অসুস্থ রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তায় পড়ছে, তেমনি দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব বয়ে আনছে। এতে বিব্রত সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.