হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা আরিফের মৃত্যু; দুই তরুণ নেতার অকাল প্রয়াণে ব্যারিস্টার মীর হেলালের শোক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুরপাড় মসজিদ সংলগ্ন হাটহাজারী–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমরান চৌধুরী ও মোহাম্মদ আরিফ চারিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে গাড়িটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এমরান চৌধুরীকে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পরে চমেক হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ব্যারিস্টার মীর হেলালের শোক
দুর্ঘটনায় দুই তরুণ নেতার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, “দুঃসময়ের আন্দোলনের ত্যাগী এই দুই তরুণ নেতার অকাল মৃত্যু শুধু হাটহাজারীবাসীর নয়, পুরো চট্টগ্রামের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.