দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে—- সিটি মেয়র ডা. শাহাদাত
দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকার কোনো বিকল্প নেই।
আমরা যদি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারি তবে তারা সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা উঠবে। সমাজ, শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদেরকেই এগিয়ে আসতে হবে।
সোমবার চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, গত ১৬ বছরে সহিংসতা, নির্যাতন, জুলুম ও বিচার বহির্ভূত হত্যার কালো অধ্যায় আমরা পেরিয়ে এসেছি । ২৪ এর জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আত্মত্যাগ ও রক্তদানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে আমাদের লড়াই করা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সিটি মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নির্ভয়ে এগিয়ে যাও। তোমাদের কোনো শক্তিই আটকে রাখতে পারবে না। বৈষম্য-বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে ছাত্রসমাজ যে ভূমিকা রাখছে, তা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশকে ভালোবাসতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে আমাদের গড়ে তুলতে হবে একটি সুন্দর বাংলাদেশ।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, বাংলাদেশীরা সবকিছুই পারে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, ৯০-এর গণআন্দোলনে স্বৈরশাসনের পতন ঘটিয়েছি, আর সর্বশেষ আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন আমাদের শপথ নিতে হবে—দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ্ আলমগীরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আলাউদ্দিন আল আজাদ, প্রফেসর এমদাদ হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুর রহিম, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম, কলেজ ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান রায়হানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.