চট্টগ্রামের ২নং গেটে চুয়েট শিক্ষার্থীদের ‘ব্লকেড কর্মসূচি’ ও গায়েবানা জানাজা কর্মসূচী

৩৯

রাজধানী ঢাকার শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের ৩দফা দাবী আদায়ের আন্দোলনে পুলিশের বাঁধা ও টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩দফা দবীতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর শিক্ষার্থীরা।


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৩ঘণ্টা নগরের দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও ‘ব্লকেড কর্মসূচি’ পালন করে। সেসময় ২নাম্বার গেইট জংসনে তীব্র যানজট সৃস্টি হয়। চরম দূর্ভোগে পড়ে অফিস ফেরত যাত্রীরা।
সেসময় শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা’, ‘২৪-এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’ ইথ্যাদি স্লোগান দেয়। কর্মসূচী চলাকালে একপর্যায়ে শিক্ষার্থীরা অন্তবর্তীসরকারের অকাল মৃত্যু হয়েছে দাবী করে গায়েবানা জানাজা পড়েছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী আপাতত স্থগিত ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.