৭ম জাতীয় কমডেকায় সিআরসিডি মুক্ত রোভার দলের কৃতিত্ব অর্জন
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট,যমুনা নদীর তীরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ৭ম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্পে চট্টগ্রাম জেলা রোভারের সিআরসিডি মুক্ত রোভার স্কাউট দল করতোয়া সাবক্যাম্পে তাঁবু কলায় প্রথম স্হান হয়ে গৌরব পতাকা অর্জন করেন।এছাড়া কমডেকা ডেভেলপমেন্ট ভিলেজে প্রশ্নত্তোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা -০৩ হয়ে ক্রেস্ট অর্জন করেন।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামি ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত। অনুষ্ঠিত এই কমডেকায় বাংলাদেশের ৬৪ টি জেলার ৩৯০টি ইউনিটের রোভার,রোভার স্কাউট লিডার,কর্মকর্তা,স্বেচ্ছাসেবক সহ প্রায় ৫০০০জন অংশগ্রহণ করেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রোভারদের প্রশিক্ষণলব্দ জ্ঞান,দক্ষতা ও যোগ্যতা এবং অনুন্নত জনগোষ্ঠীর মানোন্নয়ন ও সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম কমডেকায় পরিচালিত হচ্ছে।
স্বাস্হ্য সম্মত সেনেটারি লেট্রিন,গাছের চারা বিতরণ,সচেতনতামূলক বিভিন্ন প্লেকার্ড নিয়ে রোড় শো,হাইকিং,ফান এন্ড গেম,কেরিয়ার প্লানিং,ফেইথ এন্ড বিলিভ,গণ অভ্যুথান সন্ধ্যা,গার্ল ইন স্কাউটিং,টপ এচিভার,সিডি, উডব্যাজ ও স্বেচ্ছাসেবক গ্যাদারিংকমডেকায় অনুষ্ঠিত হচ্ছে।
সিআরসিডি মুক্ত রোভার দলের এই অর্জনে চট্টগ্রাম জেলা রোভারের নেতৃবৃন্দ,গ্রুপ সভাপতি ওগ্রুপ সম্পাদক অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.