সপ্তাহের ব্যবধানে হালদায় আরো একটি মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। বালি উত্তোলনকারী ড্রেজারের (খনকযন্ত্র) আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হালদা গবেষকরা। এর আগে, গত ৫ ফেব্রুয়ারি হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
আজ বুধবার…