আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

করোনাভাইরাস মহামারির কারণে সৌদিতে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের ভিসার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে বিনামূল্যে এই ভিসার মেয়াদ বাড়ানো হবে।

করোনার কারণে যেসব দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল সেসব দেশের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

সৌদির প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রাজকীয় সৌদি আরব সরকারের পাসপোর্ট (জাওয়াযাত) ইতোমধ্যে ভ্রমণ ভিসা, এক্সিট এবং পুনরায় প্রবেশের ভিসা বিনামূল্যে চালু করেছে। যা আগামী আগস্টের শেষ অবধি পর্যন্ত বহাল থাকবে।

এসপিএ আরও জানায়, কোভিড-১৯ মহামারির প্রভাব ও সংকট মোকাবিলায় সৌদি সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থ মন্ত্রণালয় এমন পদক্ষেপ নিয়েছে।

করোনার মহামারির কারণে সৌদিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ রয়েছে। তবে সংকট মোকাবিলায় নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে প্রবাসীদের জন্য এমন পদক্ষেপ নেওয়া হলো।

ksa