আশরাফ গনি আবুধাবিতে!

চারদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশিরভাগ অঞ্চল তালেবানের দখলে যাওয়ার পর পালিয়ে যাওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে আছেন।

বুধবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়, আমিরাত আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে।

এর আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, সাবেক আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল তিনি আমিরাতে আছেন।

কাবুলে রাশিয়া দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেন, ‘বিপুল পরিমাণ অর্থ ভর্তি ছিল চারটি গাড়ি, তাছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা করেছিল। কিন্তু জায়গা না হওয়ায় অনেক অর্থ টারমার্কে ফেলে যায়।’

দেশের মানুষকে তালেবানের হুমকির মধ্যে ফেলে দেশ ছাড়ার পর আশরাফ গনি এক ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘স্বদেশিদের মধ্যে রক্তপাত এড়াতে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া তার হাতে আর কোনো বিকল্প ছিল না’।

অন্যদিকে, দেশত্যাগের পর গনি জানান, রক্তপাত এড়াতে বেরিয়ে আসাই ভালো মনে হয়েছিল। রক্তক্ষয় রুখতেই তিনি ইস্তফা দেন বলে দাবি করেছেন। যদিও তার সেই দাবি মানতে নারাজ তালেবানরা।

আশরাফ গনি
Comments (৫৩)
Add Comment