নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম, ১৯ জানুয়ারি ২০২৬—দেশব্যাপী সার্বিক নিরাপত্তা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়।

টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে শামশুল হকের অবস্থান শনাক্ত করে স্পেশাল ফোর্স (সোয়াডস্) এর সহযোগিতায় যৌথ অভিযান চালায়। রাতের অন্ধকারে ধাওয়া শেষে তাকে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, আটক শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে নৌবাহিনী। এ লক্ষ্যে ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।