চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক তৌফিক ইফতেখারের পিতার ইন্তেকাল: সিইউজের গভীর শোক

চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর সম্পাদক হোছাইন তৌফিক ইফতেখারের শ্রদ্ধেয় পিতা আবু মোহাম্মদ হোছাইন আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর তিনি চমেক হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার সময়সূচি

সকাল ১১:৩০ — দিদার মার্কেটের পিছনে দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে

বিকাল ৩:৩০ — সাতকানিয়ার মাদার্শায় নিজ বাড়িতে

বিকাল ৪:০০ — সাতকানিয়া মাদার্শা বুড়িপুকুর মসজিদের পারিবারিক কবরস্থানে দাফন

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার (১২ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের এই অপূরণীয় ক্ষতিতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।”

সিইউজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।