জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এ বিষয়ে গণভোটসহ পাঁচ দফা দাবির পক্ষে ৮ দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামীকাল ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ২টা, ঐতিহাসিক লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হবে।
সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক,
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী,
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের,
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান,
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী,
এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ অন্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, এই সমাবেশ লালদীঘির ময়দানেই সীমাবদ্ধ থাকবে না। সমাবেশ ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকা—কোতোয়ালী মোড়, নিউ মার্কেট মোড়, রাইফেল ক্লাব, শহীদ মিনার, সিনেমা প্যালেস, লালদীঘির উত্তর পাড়, আন্দরকিল্লা মোড়, সিটি কর্পোরেশন চত্বর, শাহ আমানত মাজার ও আনসার ক্লাব—লাখো উপস্থিতিতে মুখরিত হবে বলে তারা আশা করছেন।
সমাবেশকে ঘিরে ৩০০ হর্ন মাইক, ১৩টি স্পটে এলইডি স্ক্রিন এবং প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। সকাল ১০টা থেকে সাংস্কৃতিক পরিবেশনা, এবং ময়দানে অনুষ্ঠিত হবে জুমার সালাত। বিকাল ২টা থেকে শুরু হবে মূল সমাবেশ।
সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য চট্টগ্রামবাসী ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন ৮ দলের চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর আমির মুহাম্মদ জান্নাতুল ইসলাম,
বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল,
খেলাফত মজলিস মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম,
নেজামে ইসলাম পার্টির মহানগর আমির মাওলানা জিয়াউল হোছাইন,
জাগপা চট্টগ্রাম নগর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস,
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী,
এবং ডেভেলপমেন্ট পার্টির মহানগর সহ-সভাপতি এডভোকেট আবদুল মোতালেব প্রমুখ।