ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ইসরাফিল খসরুর

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, “ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
রবিবার বিকেলে ইপিজেড ৩৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই সংগ্রাম চলবে জনগণের অধিকারের স্বার্থে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মাহবুব এলাহী নুরুজ্জামান কন্ট্রাক্টর, রোকন মাহমুদ, মোজাদ বারেক, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলী, মিজানুর রহমান পারুল, মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পতেঙ্গায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি ইসরাফিল খসরু

পরে ইসরাফিল খসরু পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ডে লায়ন্স ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
লায়ন আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, লায়ন মুসলিম উদ্দিন আহমদ অপু, লায়ন কামরুজ্জামান, লায়ন আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা মুজিবুল হক, সাবেক কাউন্সিলর ডা. নুরুল আফসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন, মো. ইউসুফ, আবু জাফর, মনির হোসেন, মোহাম্মদ সোলায়মান, মো. ইকবাল হোসেন, রেজাউল করিম, জসীমউদ্দীন, আব্দুল হান্নান, আলি আকবর কোম্পানি, মোহাম্মদ লোকমান, আলী আজম, নুরুল হুদা, মনজুর কাদেরসহ আরও অনেকে।

গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক

একই দিনে তিনি ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কে বি দোভাস স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন।
বিএনপি নেতা নুরুল আমিনের সভাপতিত্বে এবং আবু সাঈদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খুরশিদ আলম, নাসির মোহাম্মদ, আব্দুস সবুর, আবু মুসা, আব্দুর রহমান রানা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।