চট্টগ্রামের সিইউএফএলে উৎপাদন শুরুর কয়েক ঘণ্টা পরই ফের বন্

দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া চট্টগ্রামের আনোয়ারার চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন শুরুর কয়েক ঘণ্টা যেতে না যেতেই আবারও বন্ধ হয়ে গেছে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে রোববার যান্ত্রিক ক্রুটির কারণে উৎপাদন আবার বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, “শনিবার রাতে উৎপাদনে গিয়েছিল কারখানাটি। কিন্তু (রোববার) যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।”

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং গ্যাস সংকটের কারণে ১১ এপ্রিল থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল।

গত ১৯ অক্টোবর থেকে কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। সিইউএফএলের দৈনিক গ্যাস চাহিদা ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট। পর্যাপ্ত গ্যাস সরবরাহ পেলে কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম।