চট্টগ্রামে রাউজানের কদলপুরে মুহাম্মদ সেলিম (৪২) নামে এক যুবদল নেতাকে ইশানভট্টের হাটে দিন দুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মুহাম্মদ সেলিম (৪২) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ শমসের পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এলাকাবাসী জানান , রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইশানভট্টের হাটে অটোরিক্সায় বোরকাপরা ৪ মুখোশধারী প্রকাশ্যে দিবালোকে সেলিমকে কাছথেকে গুলি করে পালিয়ে যায়। তিনি একটি ঔষুধের দোকানের সামনে দাড়িয়ে ঔষুধ কিনছিল। এতে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আসামী ধরার জন্য যথাযথ চেষ্টা চলছে বলে পুলিশ জানান।