জাতীয় পদকপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তিন মেয়াদের সাধারণ সম্পাদক শাহেদ আজগর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অসুস্থবোধ করায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্টেডিয়ামে জানাজা শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দীনসহ অন্য কর্মকর্তারা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
ক্রীড়া পরিবারের সন্তান শাাহেদ আজগর চৌধুরী স্কুল জীবন থেকে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধূলায় সম্পৃক্ত ছিলেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিয়ে অনেক পদকও জয় করেন। পরে ক্রীড়া সংগঠক হিসেবে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি সম্পাদক পদে দীর্ঘ সময় অতিবাহিত করেন। এরই ধারাবাহিকতায় সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম মোহামেডানের সভাপতিও ছিলেন এ অন্তপ্রান ক্রীড়া সংগঠক।
তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।