বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল: জিতল চট্টগ্রাম ও ব্রাহ্মনবাড়িয়া

চট্টগ্রামে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (২৪ আগস্ট) অনূর্ধ্ব ১৭ বছরের বালক-বালিকাদের নিয়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ফাইনালে বালক ইভেন্টে চট্টগ্রাম জেলা দলকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম মহানগর। বালিকা ইভেন্টে ২-১ গোলে খাগড়াছড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দে প্রমুখ।

টুর্ণামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা দল ও সিটি কর্পোরেশন দল অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

খেলার ফলাফল-
বালিকা অনুর্ধ্ব-১৭-এর খেলায় ৩-১ গোলে খাগড়াছড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মনবাড়িয়া জেলা দল। গোল করেন আরিফা আক্তার-১, পুজা দাস-২।

বালকদের খেলায় চট্টগ্রাম মহানগর ২ (ট্রাইব্রেকার-৪), চট্টগ্রাম জেলা ২ (ট্রাইব্রেকার-১) গোলদাতা- চট্টগ্রাম মহানগর হাংলেহ মারমা-২, চট্টগ্রাম জেলা- জামশেদ-১, ইকবাল-১

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দল সমূহকে স্মারক ট্রফি এবং মেডেল প্রদান করা হয়।
প্রতিযোগিতার বালিকা অনুর্ধ্ব-১৭ খেলায় একক সর্বোচ্চ ৭টি গোল দিয়ে সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন ব্রাহ্মনবাড়িয়া জেলার পুজা দাস। এবং বালক অনুর্ধ্ব-১৭ খেলায় ৪টি গোল দিয়ে সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন কক্সবাজার জেলার সালাহউদ্দিন সাহেদ।

Chattogram24চট্টগ্রাম টুয়েন্টিফোর
Comments (৮)
Add Comment