নগরে করোনার বুস্টার ডোজের জন্য প্রস্তুত ৮২ কেন্দ্র

করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এ লক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ৮২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, করোনাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকরী সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র থাকবে। প্রতি কেন্দ্রে ৫০০ জন করে দুই কেন্দ্রে ১ হাজার জনকে বুস্টার ডোজ দেওয়া হবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সি সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। তবে টিকা নিতে আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে।

Corona Vaccine