চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ স্ক্যান করে ২৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দাফেরত ওই যাত্রীকে আটক করা হয়।
আটক সৌদিপ্রবাসীর নাম শফি আলম। তাঁর বাড়ি কক্সবাজারের ঈদগাহ উপজেলায়।
কাস্টমস সূত্রে জানা গেছে, গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শফি আলমের লাগেজ স্ক্যান করে তাকে আর্চওয়ে করানো হয়। স্ক্যানিংয়ে লাগেজের ভেতর স্বর্ণ ধরা পড়ে। পরে তাঁর লাগেজ তল্লাশি করে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বলেন, জেদ্দাফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৮টি স্বর্ণের বারসহ শফি আলম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণবারের মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।