চট্টগ্রামে একদিনে শনাক্তের রেকর্ড ৭৮৩

মারা গেছেন ১০ জন

চট্টগ্রামে করোনার শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ২৮ শতাংশ।

শুক্রবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) সর্বোচ্চ ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫১০ জন ও বিভিন্ন উপজেলার ২৭৩ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীর ৪৩, সীতাকুণ্ডের ৪২ জন ও মিরসরাইয়ের ৩৭ জন। এর পর আছে রাউজানের ২৮ জন, রাঙ্গুনিয়ার ২৩ জন, ফটিকছড়ির ২০ জন, আনোয়ারায় ১৯ জন, পটিয়ার ১৬ জন, সন্দ্বীপের ১৫ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর সাতজন, লোহাগাড়ার পাঁচজন, চন্দনাইশের তিনজন, বোয়ালখালীর তিনজন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬৯৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৯ হাজার ২৮২ জন। আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ৪১৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা মারা যাওয়া ১০ জনের মধ্যে দুইজন নগরের, বাকি আট জন উপজেলার অধিবাসী। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৮৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৬৬ জন।

 

Coronacoronavirus