তিন প্রতিষ্ঠানকে চসিকের জরিমানা

নগরীর রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রেখে সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ধনিয়ালা পাড়ার তিন প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ধনিয়ালা পাড়া এলাকা ডিটি রোড এলাকায় চসিকের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি জানান,  নগরীর ধনিয়ালা পাড়া এলাকাস্থ ডিটি রোডের ফুটপাত ও রাস্তার উপর গাড়ির পুরাতন ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ রেখে সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরণের মালামাল না রাখতে তাদের সতর্ক করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও  সিএমপির পুলিশ সহযোগিতা করেন বলে জানান তিনি।