নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গার্মেন্টসটির গুদামে আগুন লাগার তথ্যটি জানা যায়।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হারুন পাশা জানান, সকাল ১০টা ২০ মিনিটে পোশাক কারখানায় আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জনান, ‘সকালে গার্টেক্স গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় এবং গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুন লাগার পর কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আগুন দেখতে হাজার হাজার উৎসুক লোকজনের ভিড় জমেছে। বেশি লোকজনের কারণে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে।’
গার্মেন্টসটির নিরাপত্তা কর্মী বিশ্বেন্দ্র দাশ জানান, মনে হচ্ছে, কারেন্টের (বৈদ্যুতিক) শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। গুদামে সব ইন্টেক (নতুন) কাপড় বাইরে পাঠানোর আগে রাখা হয়। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।