ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ একটি চক্র এলাচের বাজারে অস্থিরতা তৈরি করেছে। প্রতিকেজি এলাচের আমদানি খরচ ১ হাজার ৪৪৪ টাকা হলেও তা খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৫০ টাকায়।
বুধবার (৫ জুন) ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে আসে।
অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।
রানা দেবনাথ জানান, জানুয়ারি থেকে এবি ট্রেডার্সের আমদানি ও বিক্রির নথিপত্র দেখেছি আমরা। সর্বশেষ যে এলাচ এনেছে তাতে ১২০ টাকা ডলারের মূল্য ধরলে টাকায় খরচ পড়ে ১ হাজার ৪৪৪ টাকা। প্রথম দিকে তারা ১ হাজার ৮৫০ টাকায় প্রতিকেজি এলাচ বিক্রি করতো। ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রির স্লিপ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে আমদানিকারক আবার পাইকারি বিক্রেতাও। এবি টেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, একই অভিযানে সুলতান ট্রেডার্সে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।