বাণিজ্য ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন এখন সময়ের দাবী : বিজিএমইএ

কাস্টম বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (CBMS) প্রশিক্ষণ কর্মশালায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেছেন, দেশের ব্যবসা পরিবেশবান্ধব নিশ্চিতকরণ, সকল ক্ষেত্রে সহজিকরণ অগ্রসর ও পরিচালনায় ব্যয় হ্রাস করে সহনীয় পর্যায়ে করার জন্য কাস্টমস ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন এখন সময়ের দাবী।

তিনি বলেন, বতর্মান বিশ্ব এক প্রতিযোগিতার বিশ্ব। এখানে প্রতিযোগিতা করে আমাদের টিকে থাকতে হচ্ছে। তার জন্য প্রয়োজন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। অটোমেশন ব্যবসা বাণিজ্যে তরান্বিত করণে বড় ভূমিকা রাখবে। বর্তমানে পণ্যের এইচ.এস. কোড, ডিকলারেশেন এবং কাস্টমস সংক্রান্ত নানা জটিলতার কারণে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। পক্ষান্তরে ব্যয় বেড়ে গিয়ে হতে হচ্ছে নানা হয়রানির শিকার। এই অবস্থায় কাস্টমসের ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন বাস্তবায়ন জরুরী।

সোমবার ( ২৭ মে ) নগরীর বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক মোস্তফা সরওয়ার রিয়াদ, রাকিব আল নাসের, গাজী মো. শহীদউল্লাহ্, কাস্টম বন্ড কমিশনারেট’র উপ-কমিশনার শাহেদ আহমেদ। কর্মশালায় উপস্থিত ছিলেন, চট্টগ্রামস্থ বিভিন্ন গার্মেন্টস শিল্পের বাণিজ্যিক কর্মকর্তা গণ।