স্মার্ট জেলা করতে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করতে চাই : জেলা প্রশাসক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামকে স্মার্ট জেলায় রূপান্তরে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহোযোগিতা এবং এজন্য কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের নিয়ে ওয়ার্কশপ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় পাঁচ শ্রেণিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের পাঁচ কৃতি সন্তানকে ‘মেয়র পদক’ প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কথা বলেন।

নগরীর রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের অনেকগুলো সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন আর জেলা প্রশাসন একসাথে কাজ করছে। পাহাড় কাটা বন্ধে, মশা নিধনে, খাল উদ্ধার, আবর্জনামুক্ত ড্রেনেজ সিস্টেম, ট্রাফিক সিগনালিং উন্নয়নসহ বেশ কিছু সমস্যার সমাধানে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

তিনি সরকারী খাস জমি উদ্ধারপূর্বক মালিকানা ঠিক রেখে সিটি করপোরেশনের সমন্বয়ে দৃষ্টিনন্দন পার্ক ও বিভিন্ন খেলার মাঠ তৈরী করে চট্টগ্রামবাসীর উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করতে চাই। এ সময় তিনি পরিবেশ ও প্রতিবেশ অক্ষুণ্ণ রাখতে পাহাড় কাটা রোধ ও খাল উদ্ধারে কাউন্সিলরদেরকে মেয়রের পক্ষ থেকে নির্দেশনাও প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে পাঁচ মেয়র পদক বিজয়ীরা হলেন, যুব আদর্শে ডা. বিদ্যুৎ বড়ুয়া, নগর নেতৃত্বে কাউন্সিলর মো. মোবারক আলী, নগর স্বেচ্ছাসেবক হিসেবে মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক হারুন, নারী নেতৃত্বে ডা. বাসনা রানী মুহুরী, বিশেষ ক্যাটাগরিতে গাউসিয়া কমিটি।

মেয়র পদক অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন।

ccc