জামালখানে ভবন ধসে প্রাণ গেল একজনের, সিডিএ’র ঘাড়ে দায় চাপালেন কাউন্সিলর

চট্টগ্রামের জামালখান এলাকায় পুরাতন ভবন ভাঙ্গার সময় দেওয়াল ছাদের অংশ ধসের ঘটনায় এক পথচারী নিহত ও রন (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জামালখানের সিকদার হোটেলের উত্তরপাশে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে চারটায় নিহতের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০ দিন ধরে ওই এলাকার আর আর প্যাকেজিং এর মালিক রতন ভট্টাচার্যের ওই ভবন ভাঙার কাজ চলছিল। বিকেল ৪টা নাগাদ ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ দেওয়াল ও ছাদের বড় একটি পাশের ফুটপাতে ধসে পড়ে এতে দেওয়ালে চাপা পড়ে একজন নিহত হন। গুরুতর আহত আবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভবন মালিক ও ঠিকাদারের গাফিলতির কারণে এমনটা হয়েছে বলেও জানান তারা। নিহতরে নাম জসিম উদ্দিন (৩৩), তিনি ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের আব্দুল খালেকের পুত্র। নিহত ব্যক্তি ভবন ভাঙার কাজের সুপারভাইজার বলে স্থানীয়রা ধারণা করছেন।

জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ভবনের দেওয়াল ধ্বংসের ঘটনায় একজনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। আরেকজনকে আমরা গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠিয়েছি। এসব দায়-দায়িত্ব সিডিএ’র। ভেতরে ত্রিপল লাগানো থাকতো। ভবন যে ভাঙা হচ্ছে সেটাও জানতাম না। ভেতরে অনেক কিছু হতে পারে। আমার কোন দায় নেই।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘দেওয়াল ধ্বংসের ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা ঘটনাস্থলে আসি। একজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। গুরুতর আহত আবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ দেওয়ালের নিচে আরো মানুষ থাকতে পারেন। আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষই এবিষয়ে নিশ্চিত হতে পারবো।