চট্টগ্রামে বিশ্ব নৌ-দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয় বিশ্ব নৌ-দিবস। নৌবাণিজ্যখাত, আইএমও এর নানা দিক এবং এর সাথে সংশ্লিষ্ট নৌবাণিজ্যিক কর্মকান্ড সম্পর্কে বিশ্ববাসীকে একটি স্বচছ ধারণা দিতে জাতিসংঘের স্বীকৃত এই দিনটি প্রতি বছর পালিত হয়ে থাকে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মেরিন একাডেমীর উদ্যোগে সকালে নগরীর জামালখান রোডে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে একাডেমির ক্যাডেট, এক্স ক্যাডেট, প্রশিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীগণ যোগ দেন।

বিকালে প্যারেড গ্রাউন্ডে ক্যাডেটরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। সন্ধ্যায় ক্যাডেটদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত সকলে মুগ্ধ হন।

অনুষ্ঠানে পাইওনিয়ার মেরিনারগণ ‘এমিনেন্ট গেস্ট’, ১ম ব্যাচের প্রাক্তন ক্যাডেটগণ ‘চিফ গেস্ট’, জ্যেষ্ঠ ব্যাচ-সমুহের হিসেবে ১ম ব্যাচের প্রাক্তন ক্যাডেটগণ ‘স্পেশাল গেস্ট’, সকল প্রাক্তন ক্যাডেটগণ ‘ভ্যালুড গেস্ট’ এবং একাডেমির মেরিন/শিপিং শুভ্যানুধ্যায়ীগণ ‘এসটিমড গেস্ট’ হিসাবে নিজ নিজ পরিবারসহ অংশগ্রহণ করেন।

বিশ্ব নৌ-দিবস