চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বুধবার ৩১ আগস্ট সন্ধ্যায় তিনি পরিদর্শনে গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা রাজ ও পরি নামক বাঘ দম্পতি থেকে ৪টি বিরল প্রজাতির সাদা বাঘ শাবক দেখে কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। বাঘ শাবকগুলোর নাম দেয়া হয়েছে-পদ্মা, মেঘনা, হালদা ও সাঙ্গু। একই দম্পতির ঘরে চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৮ সালে বাংলাদেশে জন্ম নেয়া প্রথম সাদা বাঘটি পর্যটকদের জন্য বিশেষ একটি আকর্ষণ বলে মন্তব্য করেন সচিব ও চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, এ চিড়িয়াখানায় বর্তমানে ১৬ টি বাঘ রয়েছে, তন্মধ্যে ৫টি বিরল প্রজাতির সাদা বাঘ যা একটি অনন্য নজির। এছাড়া এখানে রয়েছে-ভল্লুক, সিংহ, হরিণ (চিত্রা, সাম্বার, মায়া), উল্লুক, বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, অজগর, বাঘদাশ, উঠপাখি, ইমু পাখি, গয়াল, কুমির, ময়ূর, ঘোড়া, বক ও টিয়াসহ ৬৬ প্রজাতির ৬২০টি পশু-পাখি আছে। চট্টগ্রাম চিড়িয়াখানা সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ২০১৯ সালে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অর্জন করে।
এসময় রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ বদিউল আলম, চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, এনডিসি মোঃ তৌহিদুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আরাফাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ উপস্থিত ছিলেন।
চিড়িয়াখানা পরিদর্শনের পূর্বে হোটেল রেডিসন ব্লুতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। পরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।