কর্মস্থলেই মারা গেলেন চমেক হাসপাতালের চিকিৎসক

কর্মরত অবস্থায় মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাইফ উদ্দীন আহমেদ।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মারা যান। এর আগে নিজ ওয়ার্ড ২৬ নম্বরে (অর্থোপেডিক) কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তিনি ওই ওয়ার্ডের রেজিস্ট্রার ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান বলে জানান চিকিৎসকরা।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডা. সাইফুদ্দিন আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন।

মাত্র চল্লিশ বছর বয়সী ডা. সাইফ উদ্দিন চমেকের ৪৪ তম ব্যাচের ছাত্র। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

বাদ মাগরিব চমেক কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে ডা. সাইফুদ্দিন আহমেদের মৃত্যুর খবরে হঠাৎ শোকের ছায়া নেমে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।